ক) ভোটার তালিকা পরিদর্শন ও অনুলিপি প্রদান : ভোটার তালিকা পরিদর্শনের জন্য ৫০ টাকা মূল্যের কোর্ট ফি ও অনুলিপির জন্য প্রতি পৃষ্ঠা ১০০ টাকা মূল্যের কোর্ট ফি অফিস চলাকালীন সময় উপজেলা নির্বাচন অফিসারের নিকট আবেদন করতে হবে।
খ) নির্বাচনী দলিলপত্র পরিদর্শন ও অনুলিপি প্রদান : নির্বাচনী দলিলপত্র পরিদর্শনের জন্য ১০০ টাকা মূল্যের কোর্ট ফি ও অনুলিপির জন্য প্রতি দলিল ১০০ টাকা মূল্যের কোর্ট ফি অফিস চলাকালীন সময় উপজেলা নির্বাচন অফিসারের নিকট আবেদন করতে হবে।
গ) ছবি ছাড়া ভোটার তালিকার ইলেক্ট্রনিক কপি প্রদান : ছবি ছাড়া ভোটার তালিকার ইলেক্ট্রনিক কপি ৫০০ টাকা পরিশোধ সাপেক্ষে অফিস চলাকালীন সময় উপজেলা নির্বাচন অফিসারের নিকট আবেদন করতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS