বাংলাদেশ নির্বাচন কমিশন
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়
দৌলতপুর, কুষ্টিয়া
নোটিশ
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানোনো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নতুন ভোটারের ক্ষেত্রে অনলাইনে আবেদন করার পর ঐ দিনে নিম্নোক্ত কাগজাদি অত্রাফিসে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো :
১. নতুন ভোটারের আবেদনের জন্য নিবন্ধন ফর্ম-২ পুরণ করতে হবে। ২. পিতা ও মাতার NID এর ফটোকপি। ৩. স্বামী/স্ত্রীর NID এর ফটোকপি। ৪. অনলাইন জন্মসনদ ফটোকপি সত্যায়িত। ৫. পিএসসি/জেএসসি/এসএসসি সনদের ফটোকপি সত্যায়িত। ৬. চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ। |
|
|
৭. বিদ্যুৎ বিল/ট্যাক্সের রশিদ (ইউপি)। ৮. ৩৪ নং ক্রমিকে শনাক্তকারী হিসেবে পিতা/মাতা/ভাই/বোনের যে কোনো একজনের আইডি নং এবং ৩৫ নং ক্রমিকে স্বাক্ষর। ৯. 40 নং ক্রমিকে যাচাইকারী হিসেবে সংশ্লিষ্ট চেয়ারম্যান/ইউপি সদস্যের নাম, ৪১ নং ক্রমিকে আইডি নং এবং ৪২ নং ক্রমিকে স্বাক্ষর ও সীল। |
ধন্যবাদান্তে-
উপজেলা নির্বাচন অফিসার
দৌলতপুর, কুষ্টিয়া
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS