Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Submit application of new voter
Details

বাংলাদেশ নির্বাচন কমিশন

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়

দৌলতপুর, কুষ্টিয়া

 

নোটিশ

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানোনো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নতুন ভোটারের ক্ষেত্রে অনলাইনে আবেদন করার পর ঐ দিনে নিম্নোক্ত কাগজাদি অত্রাফিসে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো :

১. নতুন ভোটারের আবেদনের জন্য নিবন্ধন ফর্‌ম-২ পুরণ করতে হবে।

২. পিতা ও মাতার NID এর ফটোকপি।

৩. স্বামী/স্ত্রীর NID এর ফটোকপি।

৪. অনলাইন জন্মসনদ  ফটোকপি সত্যায়িত।

৫. পিএসসি/জেএসসি/এসএসসি সনদের ফটোকপি সত্যায়িত।

৬. চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ।

 

 

৭. বিদ্যুৎ বিল/ট্যাক্সের রশিদ (ইউপি)।

৮. ৩৪ নং ক্রমিকে শনাক্তকারী হিসেবে পিতা/মাতা/ভাই/বোনের যে

কোনো একজনের আইডি নং এবং ৩৫ নং ক্রমিকে স্বাক্ষর।

৯. 40 নং ক্রমিকে যাচাইকারী হিসেবে সংশ্লিষ্ট চেয়ারম্যান/ইউপি সদস্যের নাম, ৪১ নং ক্রমিকে আইডি নং এবং ৪২ নং ক্রমিকে স্বাক্ষর ও সীল।

 

  • উল্লেখ্য যে উপরোক্ত কাগজাদি জমা না দিলে তার ছবি তোলা হবে না।

 

ধন্যবাদান্তে-

উপজেলা নির্বাচন অফিসার

দৌলতপুর, কুষ্টিয়া

Publish Date
26/08/2020