Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক) নতুন ভোটার অর্ন্তভুক্তি: ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। অতঃপর অনলাইনে আবেদনকৃত প্রিন্ট কপিসহ নিম্নোক্ত যে সকল কাগজপত্রাদি অফিসে জমা  দিতে হবে ঃ

   ০১. আবেদন ফরম নং ১১

   ০২. আবেদন ফরম নং - ২ (অনলাইন)

   ০৩. অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যয়িত ফটোকপি

   ০৪.  PSC/JSC/SSC /সমমান সনদের সত্যয়িত ফটোকপি

   ০৫. নাগরিক সনদপত্রের মূল কপি(সংশ্লিষ্ট ইউপি)

   ০৬. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

   ০৭. স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (যদি থাকে)

   ০৮. সনাক্তকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

   ০৯. বাড়ীর বিদ্যুৎ বিলের ফটোকপি

   ১০. চৌকিদারী ট্যাক্স রশিদের মূল কপি

   ১১. প্রবাসিদের ক্ষেত্রে পাসপোর্ট এর সত্যয়িত ফটোকপি(১ থেকে ৯পাতা পর্যন্ত)

   ১২. রক্তের গ্রুপের রিপোর্টের কপি।

   ১৩.  সনাক্তকারী হিসেবে  আবেদন ফর্‌ম-২-এর ৩৪ নং ক্রমিকে পিতা বা মাতা বা ভাই বা বোনের এনআইডি নম্বরসহ স্বাক্ষর থাকতে হবে।

   ১৪. আবেদন ফরম-২ এ (৪০, ৪১, ৪২) ক্রমিকে যাচাইকারী হিসাবে স্থানীয় চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, স্বাক্ষর ও সীল অবশ্যই থাকতে হবে।

 

 

খ) ভোটার এলাকা স্থানান্তর: স্থানান্তর আবেদনরে সাথে যে সকল কাগজপত্রাদি জমা দিতে হবে

    ০১. আবেদন পত্র নং-১৩

    ০২. আবেদনকারীর নিজ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

   ০৩. বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও কাবিননামা  এর ফটোকপি।

   ০৪. নাগরিক সনদপত্রের মূল কপি(সংশ্লিষ্ট ইউপি)

   ০৫. বাড়ীর বিদ্যুৎ বিলের ফটোকপি

   ০৬. চৌকিদারী ট্যাক্স রশিদের মূল কপি   

   ০৭. ফরমের আবেদনকারীকে সনাক্তাকারী হিসাবে ইউপি চেয়াম্যান অথবা সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যের স্বাক্ষর, ও সীল এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর থাকতে হবে

        (এর জন্য কোন ফি জমা দিতে হবে না)

 

গ) জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত : অনলাইনে আবেদন করতে হবে ।আবেদনকারীকে https://services.nidw.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে আবেদনকারীকে ফিস/চার্জ  অপশনে ক্লিক করে জেনে নিতে হবে। অতঃপর (১) ডাচ-বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকিং (২) ওয়ান ব্যাংক লিমিটেড এর ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং (৩) ট্রাষ্ট ব্যাংক লি. এর টি-ক্যাশ মোবাইল ব্যাংকিং-এর যেকোন একটি মাধ্যমে ফিস/চার্জ  জমা প্রদান করতে হবে এবং ৩০ মিনিট অপেক্ষা করে পূনঃরায় ওয়েব সাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।    

আবেদন পত্রের সাথে যে সকল কাগজপত্রাদি জমা দিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে) :

  • অনলাইনে আবেদন ফর্‌‌ম-২ পুরণ করতে হবে এবং স্বাক্ষরযুক্ত আবেদনপত্রসহ নিম্নোক্ত কাগজপত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)-্এর পিডিএফ কপি সংযুক্ত করতে হবে।
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের মূল/ফটোকপি।
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ (বাংলা/ইংরেজী) ফটোকপি।
  • পিএসসি/জেএসসি/এসএসসি সনদ/সমমান সনদ/প্রয়োজনীয় ক্ষেত্রে সকল শিক্ষা সনদ।
  • পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • সকল ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্র/শিক্ষা সনদ/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
  • পিতা/স্বামী কর্তৃক ওয়ারিশ সনদ (সকল ওয়ারিশগণের জন্মতারিখ ও NID নম্বর উল্লেখপূর্বক)
  • ম্যাজিস্ট্রেট আদালতের হলফনামা মূল কপি  ও A4 সাইজের ফটোকপি ১ সেট
  • জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মূলকপি।
  • বিবাহ রেজিস্ট্রেশন সনদ/বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন সনদ/ম্যাজিস্ট্রেট আদালতের এফিডেভিট
  •  কাজী কর্তৃক তালাকনামা ০4(চার) নং রেজিস্টারের ফটোকপি
  • ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক লিখিত প্রত্যয়ন/ একই ব্যক্তি মর্মে প্রত্যয়ন।
  • সকল সন্তানদের শিক্ষা সনদ পিএসসি/জেএসসি/এসএসসি/সমমান সনদ/সকল শিক্ষা সনদ।
  •  সকল সন্তানদের জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মসনদ (বাংলা/ইংরেজী) ফটোকপি।
  •  পার্সপোটের ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স/জমি সংক্রান্ত কাগজ/বিদ্যুৎ বিলের কাগজ।
  • ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত লিখিত/অনলাইন মৃত্যুর সনদ।
  •  চাকুরীরত ব্যক্তির জন্য সার্ভিস বুকের কপি/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)/চাকুরীর আইডি/            উর্ধ্বতন কর্তৃপক্ষের অফিস স্মারক সম্বলিত পত্র।
  • অবসর ব্যক্তির জন্য পেনশন মঞ্জুরী পত্র/পেনশন বহি/ অবসর ভাতা বহি/ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের    নিকট থেকে স্মারক সম্বলিত  সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
  •  মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধার সনদ/গেজেটের কপি/কমান্ডার কর্তৃক প্রত্যয়ন এবং    মুক্তিযোদ্ধা হিসাবে প্রাপ্ত বিভিন্ন ভাতাদির প্রামণপত্র।
  • সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল মেডিকেল টেস্ট রিপোর্ট এবং এর  ভিত্তিতে সিভিল সার্জন কর্তৃক প্রত্যয়ন।
  • ২০০৭ সালের পূর্বের ভোটার আইডি কার্ড/প্রয়োজন ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র

     বিঃ দ্রঃ- সকল কাগজপত্রের ফটোকপি সত্যায়িত করে জমা দিতে হবে।

 

 

 

গ) হারানো বা নষ্ট / স্থানান্তর জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি : অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে যে সকল কাগজপত্রাদি জমা দিতে হবে।

   ০১. আবেদন ফরম নং-৬ (স্বাক্ষরযুক্ত)

   ০২. সাধারন ডায়েরীর (জি.ডি) মূল কপি (হারানোর ক্ষেত্রে)

   ০৩. আবেদনকারীকে https://services.nidw.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে আবেদনকারীকে ফিস/চার্জ  অপশনে ক্লিক করে জেনে নিতে হবে। অতঃপর (১) ডাচ-বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকিং (২) ওয়ান ব্যাংক লিমিটেড এর ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং (৩) ট্রাষ্ট ব্যাংক লি. এর টি-ক্যাশ মোবাইল ব্যাংকিং-এর যেকোন একটি মাধ্যমে ফিস/চার্জ  জমা প্রদান করতে হবে এবং ৩০ মিনিট অপেক্ষা করে পূনঃরায় ওয়েব সাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।         

ঘ) ভোটার তালিকা পরিদর্শন ও অনুলিপি প্রদান : ভোটার তালিকা পরিদর্শনের জন্য ৫০ টাকা মূল্যের কোর্ট ফি ও অনুলিপির জন্য প্রতি পৃষ্ঠা ১০০ টাকা মূল্যের কোর্ট ফি অফিস চলাকালীন সময় উপজেলা নির্বাচন অফিসারের নিকট আবেদন করতে হবে।

ঙ) নির্বাচনী দলিলপত্র পরিদর্শন ও অনুলিপি প্রদান : নির্বাচনী দলিলপত্র পরিদর্শনের জন্য ১০০ টাকা মূল্যের কোর্ট ফি ও অনুলিপির জন্য প্রতি দলিল ১০০ টাকা মূল্যের কোর্ট ফি অফিস চলাকালীন সময় উপজেলা নির্বাচন অফিসারের নিকট আবেদন করতে হবে।

চ) জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি প্রাপ  জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ফি ২০০ টাকা ১-০৬০১-০০০১-২৬৮১ কোডে ও ভ্যাট ৩০ টাকা 1-1133-0005-0311 কোডে  ট্রেজারী চালানে জমাদানপূর্বক ট্রেজারী চালানসহ আবেদন করতে হবে।